ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

শ্রীপুর উপজেলা আ.লীগের উদ্যোগে মিজানুর রহমান খান’র ১৯তম মৃত্যুবার্ষিকী উদযাপিত

শ্রীপুর উপজেলা আ.লীগ আয়োজিত সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান শিক্ষানুরাগী মিজানুর রহমান খান’র আজ সোমবার ১৯তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে।পৌর আ.লীগ সাধারন সম্পাদক জনপ্রিয় নেতা নূর-এ- আলম মোল্লা’র সঞ্চালনায়, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর হিমু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।এছাড়া উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ সামসুল আলম প্রধান,ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল,শ্রীপুর পৌরসভার ৪ বার নির্বাচিত মেয়র ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনিছুর রহমানসহ থানা পৌর ওয়ার্ড, ইউনিয়নসমুহের নেতৃবৃন্দ এবং সে সময়কার মিজানুর রহমান খানের সহযোদ্ধা ও মুক্তিযোদ্ধারা।বক্তারা মিজানুর রহমান খানের রাজনৈতিক জীবন ও কর্মের নানাদিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।পরিবারের পক্ষ থেকেও দোয়া চেয়ে বক্তব্য প্রদান করা হয়।


ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, ৭৫ পরবর্তি দলের দুঃসময়ে অনেকেই মুস্তাকের অনুসারী হলেও মিজানুর রহমান খান দলের জন্য ছিলেন আপোষহীন।তিনি বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনোই বিচ্যূৎ হননি।তিনি ছিলেন শিক্ষাণুরাগী মানুষ।বিশেষ করে নারী শিক্ষায় তার অবদান শ্রীপুরে কালের সাক্ষি হয়ে এখনো তার কীর্তি ঘোষণা করে চলেছে।১৯ বছর পর তাকে স্মরণ করতে পেরে, তাকে আজকের প্রজন্মের কাছে পরিচিত করাতে পেরে আমি কিছুটা হলেও ঋন শোধ ও দায়বদ্ধতা থেকে নিজেকে মুক্ত করতে পারলাম।এর আগে তিনি বৈরাগীরচালায় মিজানুর রহমান খান’র সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিশেষ দোয়ায় অংশ গ্রহন করেন।এছাড়া মিজানুর রহমান খান’র পরিবারের সদস্যদের সাথে পরিচিত হয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন ।

ads

Our Facebook Page